ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ

বিএনপি মৌলিক সংস্কারকে উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে

প্রকাশিত: ১৮:১২, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:১৩, ১০ জানুয়ারি ২০২৫

বিএনপি মৌলিক সংস্কারকে উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, "বিএনপি যদি সত্যিই বিশ্বাস করে যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে ভয় বা শঙ্কার কোনো জায়গা থাকা উচিত নয়। বরং তাদের আরও আত্মবিশ্বাসী হওয়া উচিত।"

৫ আগস্ট সরকারের গঠন পরবর্তী পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, বিএনপি চারটি মৌলিক প্রশ্নে বিরোধিতা করেছে। এর মধ্যে রয়েছে:
১. আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রস্তাব,
২. রাষ্ট্রপতির অপসারণ,
৩. নতুন সংবিধান প্রণয়ন, এবং
৪. প্রোক্লেমেশন বা ঘোষণা প্রসঙ্গে আপত্তি।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জীবন দেওয়ার পরও মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি। একই পুলিশ বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, "বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের জন্য দায়ীদের জবাবদিহি করা হয়নি। পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টার হামলাকারীদের বিচার হয়নি। প্রয়োজনীয় সংস্কারগুলো করা হলে এ ধরনের অপরাধীদের শাস্তি দেওয়া সম্ভব হতো।"

অন্যদিকে, তিনি উল্লেখ করেন যে, বিএনপি মৌলিক সংস্কারকে উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে, যা গণতন্ত্র প্রতিষ্ঠায় যথেষ্ট নয়।

মারিয়া

×