ছবিঃ সংগৃহীত
জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে নিহত ছয়টি অজ্ঞাতনামা মরদেহের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে "জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল"।
সেল সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেলের ফরেনসিক হিমাগারে গণ-অভ্যুত্থানে নিহত আরও ছয়টি অশনাক্ত মরদেহ রয়েছে। সকালে একটি টিম শাহবাগ থানায় গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
মরদেহগুলোর ডিএনএ নমুনা ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে সংরক্ষিত আছে। কেউ যদি তাদের পরিবারের কোনো সদস্যকে মিসিং মনে করেন, তাদেরকে ০১৬২১-৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে "জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল"।
মারিয়া