ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আজহারীর পরিবর্তী মাহফিল সম্পর্কে জানা গেল

প্রকাশিত: ১৬:৫৪, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:১৪, ১০ জানুয়ারি ২০২৫

আজহারীর পরিবর্তী মাহফিল সম্পর্কে জানা গেল

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরে কক্সবাজার ও যশোরে তাফসির মাহফিলে বয়ান করেছেন। এবার তিনি সিলেটে যাচ্ছেন। আগামী শনিবার (১১ জানুয়ারি) সিলেটের এমসি কলেজ ময়দানে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি বয়ান করবেন।

শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান। তিনি লিখেছেন, “সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল সিলেটের এমসি কলেজ ময়দানে আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিলে থাকবো। আসুন, দেখা হবে, কথা হবে।”

এর আগে, ৩ জানুয়ারি রাতে যশোরের পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে তিনি বয়ান করেন। সেখানে তিনি বলেন, "উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের পথে না গিয়ে ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী বুদ্ধিবৃত্তিকভাবে প্রচার করতে হবে। প্রযুক্তি ও বিজ্ঞানের সদ্ব্যবহার করে মানুষকে ইসলামের পথে আনতে হবে। ধাপে ধাপে সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে।"

তিনি আরও বলেন, "ইসলামের অনুসরণেই শান্তি ও কল্যাণ সম্ভব। অন্য কোনো পথ শুধু অশান্তিই ডেকে আনবে। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে দেওয়া যাবে না। আমাদের দেশ উন্নয়নের পরিবর্তে লুটপাটে ব্যস্ত। একদল যায়, আরেক দল এসে লুটে খায়।"

এর আগে, ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় তার মাহফিলে মানুষের ঢল নামে। প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছেড়ে প্রায় সাড়ে চার বছর পর ২০২৪ সালের ২ অক্টোবর দেশে ফিরে আসেন মাওলানা আজহারী। তবে ৯ দিন পরই তিনি আবার মালয়েশিয়া ফিরে যান।

আজহারীর জন্ম ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায়। তার পৈতৃক বাড়ি কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে।

মারিয়া

×