ছবি: সংগৃহীত
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরিক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরিক্ষার পর বেশ কিছু পরামর্শ দিয়েছেন। বিফ্রিংয়ে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় এভারকেয়ার হাসপাতালে ১৫ বার ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ডের চিকিত্সকরা সব সময় মাল্টিডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টারে তার পরবর্তী চিকিত্সার জন্য সুপারিশ করেছেন।
মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাওয়ার পর বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয়।
চিকিৎসকরা জানিয়েছে, ইতোমধ্যে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যের বিভিন্ন পরিক্ষা সম্পন্ন হয়েছে। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিষ্ট, ইন্টারন্যাল মেডিসিন স্পেশালিষ্ট এবং ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরিক্ষা করেছেন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরো কিছু পরামর্শ।
এদিকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিক ভাবে উজ্জীবিত আছেন খালেদা জিয়া বলে জানান যুক্তরাজ্যের বিএনপির নেতাগণ।
নাহিদা