ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রাতের আধারে আদালত পাড়ায় চলে অসমাজিক কার্যকলাপ

প্রকাশিত: ১৩:২৬, ১০ জানুয়ারি ২০২৫

রাতের আধারে আদালত পাড়ায় চলে অসমাজিক কার্যকলাপ

ছবি: সংগৃহীত।

মধ্যরাতে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এলাকায় একটি অস্বাভাবিক নিরবতা বিরাজ করে। এ সময় এক গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা হয় সেখানে উপস্থিত এক মধ্যবয়স্ক মহিলার। ওই মহিলা গণমাধ্যম কর্মীকে আপত্তিকর প্রস্তাব দেন, যেখানে বোঝানোর চেষ্টা করেন যে আদালত প্রাঙ্গনে অনৈতিক কাজ করা সম্ভব।

এমন পরিস্থিতি দেখে গণমাধ্যম কর্মীর উপস্থিতি টের পেয়ে দ্রুত রিকশায় পালিয়ে যান ওই মহিলা।

এক পথচারী জানান, ওই মহিলাগুলো এবং তাদের সহযোগীরা আদালতের পাশের একটি নির্জন স্থানে ছিনতাইকারীদের সঙ্গে মিলে পথচারীদের টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তারা এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে।

রাতের সময় আদালত প্রাঙ্গনে প্রবেশের সব রাস্তা বন্ধ থাকলেও, সেখানে কোন নিরাপত্তাকর্মী বা পুলিশ উপস্থিত ছিল না। আদালতের চারপাশে বিভিন্ন স্থান পরিদর্শন করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের দেখা মেলেনি। পরে কোতোয়ালি থানায় গিয়ে জানা যায়, পুলিশ কর্মীরা তাদের অন্যান্য দায়িত্বে ব্যস্ত ছিল।

ঘটনাটি শোনার পর, ডিউটি অফিসার ঘটনাস্থলে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা পাঠান। স্থানীয় বাসিন্দারা জানান, আদালত প্রাঙ্গনে এমন ধরনের অপরাধের ঘটনা একাধিকবার ঘটেছে, এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে।

নুসরাত

×