ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যে কারণে সস্তায় গরুর মাংস পেতে বাধা!

প্রকাশিত: ১০:৫৯, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩৬, ১০ জানুয়ারি ২০২৫

যে কারণে সস্তায় গরুর মাংস পেতে বাধা!

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গরুর মাংসের দাম আকাশচুম্বী হলেও, ব্রাজিল থেকে সস্তায় গরুর মাংস আমদানির সুযোগ অনেক দিন ধরেই থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে আমলাতান্ত্রিক জটিলতা ও সার্টিফিকেশন সমস্যার কারণে এই সুযোগটি হাতছাড়া হয়ে যায়। ফলে, বাংলাদেশের মানুষ সেই সস্তা ও মানসম্পন্ন গরুর মাংসের সুবিধা থেকে বঞ্চিত হন। ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস তার বক্তব্যে এ বিষয়ে বিস্তারিত জানান।

ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির বাধার কারণ হিসেবে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানিয়েছেন যে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতা এবং সার্টিফিকেশন না পাওয়ার কারণে এই আমদানি সম্ভব হয়নি। তিনি বলেন, ব্রাজিল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বাজারে গরুর মাংস পাঠানোর চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন প্রশাসনিক বাধা ও নিয়মাবলীর কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে এই সমস্যা সমাধান হবে এবং দুই দেশের বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।

ব্রাজিলের রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে গরুর মাংসের দাম ৫ ডলার, অথচ ব্রাজিলে তা মাত্র ৫ সেন্ট। এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশি পণ্য ব্রাজিলে প্রদর্শিত হবে এবং প্রযুক্তি সহায়তার সুযোগও সৃষ্টি হবে। তিনি উদাহরণস্বরূপ বলেন, ব্রাজিলে একটি গরু দিনে ৪৫ কেজি দুধ দেয়, যা বাংলাদেশের গরুর তুলনায় অনেক বেশি। তিনি বাংলাদেশের কৃষি প্রযুক্তি উন্নয়নে সহায়তার ইচ্ছাও প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানির সুযোগ প্রসারিত করতে 'মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫' আয়োজিত হবে, যেখানে প্রায় ১০০-১৫০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এই এক্সপো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাহিদা

×