ছবি: সংগৃহীত।
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে সরকারের পক্ষ থেকে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে দুটি অধ্যাদেশ জারি করা হয়: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এই দুটি অধ্যাদেশের আওতায় ভ্যাট এবং সম্পূরক শুল্কের নতুন হার কার্যকর করা হয়েছে। এর পরই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট বিভাগের পক্ষ থেকে নির্দেশনা জারি করে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে রেস্তোরাঁয় ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যা ব্যবসায়ীদের বিরোধের মধ্যেই কার্যকর করা হয়। কয়েক ঘণ্টা আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে রেস্তোরাঁর ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত বাতিল না করলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এছাড়া, মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ব্রডব্যান্ড সেবায়।
একই সঙ্গে সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল, নাশপাতি, ফলের রস, সাবান, ডিটারজেন্ট, ইলেক্ট্রোলাইট ড্রিংকসের ওপর সম্পূরক শুল্ক ৫ থেকে ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।
বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ বাড়িয়ে ৪৫ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া, বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম, রিডিং গ্লাসের ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, প্রতিষ্ঠানের কেনাকাটা এবং নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাটও সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশে বৃদ্ধি করা হয়েছে।
ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের জন্য ভ্যাট ২.৪ শতাংশ থেকে ৩ শতাংশ করা হয়েছে, তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ীর জন্য ২ শতাংশ ভ্যাট বাতিল করা হয়েছে।
এছাড়া, ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন যদি ৫০ লাখ টাকা ছাড়িয়ে যায়, তবে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। বর্তমানে এই সীমা ৩০ লাখ টাকা। আমদানি পর্যায়ে ফলের রসে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ, তামাকে ৬০ থেকে ১০০ শতাংশ এবং সুপারিতে ৩০ থেকে ৪৫ শতাংশ করা হয়েছে।
বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোর জন্য শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, এশিয়া অঞ্চলের দেশগুলোতে ২ হাজার টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা এবং ইউরোপীয় দেশগুলোতে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা করা হচ্ছে।
এই নতুন অধ্যাদেশের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনে কিছুটা চাপ তৈরি হতে পারে।
নুসরাত