ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আমি কথা লুকাতে পারি না: ড. এম সাখাওয়াত হোসেন  

প্রকাশিত: ০১:৫৭, ১০ জানুয়ারি ২০২৫

আমি কথা লুকাতে পারি না: ড. এম সাখাওয়াত হোসেন  

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সম্প্রতি একটি জনপ্রিয় টকশোতে নিজেকে নিয়ে সোজাসাপ্টা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, তিনি এমন একজন মানুষ যিনি সবসময় সঠিক কথা বলেন এবং কোনো কথাই লুকিয়ে রাখতে পারেন না।  

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ড. সাখাওয়াত বলেন, “আমি যা বুঝি, সেটাই বলি। যা বুঝি না, সেটা বলি না। অনেকে হয়তো সত্য কথা লুকিয়ে রাখতে পারেন, কিন্তু আমি পারি না।” 

তিনি আরও জানান, জুলাই মাসের আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি তাঁদের অবস্থা দেখে মর্মাহত হন।  

“আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা এখনো ভয়াবহ। যারা এদের এই অবস্থায় নিয়ে এসেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমি মনে করি, এ ধরনের অপরাধীরা গাছের সঙ্গে বেঁধে ফায়ারিং স্কোয়াডে শাস্তি পাওয়ার যোগ্য। তারা এটাই ডিজার্ভ করে,” বলেন ড. সাখাওয়াত।  

টকশোতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করে ড. সাখাওয়াত বলেন, “ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে ধ্বংস করছেন না, বরং তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব অর্জনকেও ধ্বংস করে দিচ্ছেন।”  
 

আশিক

×