ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ইত্যাদির সেট ভাঙচুর! কারণ কী?

প্রকাশিত: ০০:৪২, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫২, ১০ জানুয়ারি ২০২৫

ইত্যাদির সেট  ভাঙচুর! কারণ কী?

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল রাজবাড়ীতে ‘ইত্যাদি’ অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জেরে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে।


আয়োজক কমিটি এবং দর্শনার্থীরা এই বিশৃঙ্খলার জন্য একে অপরকে দায়ী করেছেন। দর্শকদের অভিযোগ, কর্তৃপক্ষের অব্যবস্থাপনাই এমন পরিস্থিতির জন্য দায়ী। অন্যদিকে, আয়োজকরা দর্শকদের অতিরিক্ত উৎসাহ এবং শৃঙ্খলার অভাবকে দায়ী করছেন।

ইত্যাদি কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলায় প্রায় ২ হাজার প্রবেশ পাস বিতরণ করেছিল। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটে। চেয়ারে বসাকে কেন্দ্র করে এক পর্যায়ে দর্শকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করার জন্য আয়োজকরা একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।


এই বিশৃঙ্খলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

একজন দর্শনার্থী, সুমি চৌধুরী, ফেসবুকে লিখেছেন, “আসন সংখ্যা যদি সীমিত হয়, তবে লাখো মানুষের জন্য জানিয়ে ইত্যাদি আয়োজন করার দরকার কী ছিল? এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না। ইত্যাদির মতো বড় অনুষ্ঠান রাজধানীর স্টুডিওতে আয়োজন করাই ভালো ছিল।”

 

অনেকেই অভিযোগ করেছেন, টিকিট সরবরাহের সময় স্বজনপ্রীতি এবং অনৈতিক পন্থা অনুসরণ করা হয়েছে।

ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত দুঃখ প্রকাশ করে বলেন, “অনেক চেষ্টা করেও দর্শকদের শান্ত রাখা সম্ভব হয়নি। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না।”


 

 

 

 

তাবিব

×