ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যেকারণে বাংলাদেশের সহায়তা চায় পাকিস্তান

প্রকাশিত: ০০:১৫, ১০ জানুয়ারি ২০২৫

যেকারণে বাংলাদেশের সহায়তা চায় পাকিস্তান

ছবি সংগৃহীত

ব্রিকস সদস্য দেশগুলোর প্রতিষ্ঠিত বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)-এ সদস্যপদ লাভের জন্য বাংলাদেশ সরকারের সহায়তা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান।

চিঠিটি পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদকে পাঠানো হয়।

১ জানুয়ারি পাকিস্তান হাইকমিশন ঢাকা থেকে চিঠিটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করা হয় বলে জানা গেছে।

ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, এ ধরনের অনুরোধগুলো ব্রিকস প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর কাছে করা উচিত ছিল। 

এনডিবি প্রতিষ্ঠা করা হয় ২০১৩ সালে ব্রিকস এর পঞ্চম সম্মেলনে। যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা একমত হয়ে এই বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ২০২১ সালের সেপ্টেম্বরে এই ব্যাংকের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, এবং তার পরপরই যুক্তরাষ্ট্র, মিশর, এবং উরুগুয়েও সদস্যপদ লাভ করে। বর্তমানে ব্যাংকটির সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত।

আশিক

×