ছবি: সংগৃহীত
গণ-অভ্যুত্থানের দিনলিপির পাশাপাশি আগের সরকারের ১৬ বছরের নিপীড়ন-নির্যাতনের চিত্র সংরক্ষণ করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি গণমাধ্যমে এক টকশোতে এনবিআরেরর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, এরা যে বললো চিন্হ রাখবে না গণভবনের, গণভবনকে জাদুঘর বানাবে। গণভবন কি কারো বাপের সম্পত্তি?
তিনি আরও বলেন,জাদুঘর তো শাহবাগেই আছে, ওখানেই আরেকটু এক্টেনশন করার যেতে পারে। যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে।
তাবিব