ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যারা ভুল গোয়েন্দা রিপোর্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে: নুর

প্রকাশিত: ২৩:১৮, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১৯, ৯ জানুয়ারি ২০২৫

যারা ভুল গোয়েন্দা রিপোর্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে: নুর

ছবিঃ সংগৃহীত

৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন প্রার্থীর মধ্যে অধিকাংশের চাকরিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, "ভুল গোয়েন্দা রিপোর্টের কারণে অনেক প্রার্থী হয়রানির শিকার হয়েছেন। দায়িত্বে অবহেলার কারণে যারা এ ভুল করেছেন, তাদের বিরুদ্ধে  দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।"

ড. মোখলেসুর রহমান বলেন, "তদন্ত প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা দ্রুত কার্যক্রম চূড়ান্ত করার চেষ্টা করছি। বাদপড়া প্রার্থীদের পুনর্বিবেচনা চলছে এবং তাদের অধিকাংশের পুনর্নিয়োগ নিশ্চিত করতে আশাবাদী।"

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়ে ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এটি কার্যকর করা হবে। এ ভাতা পেনশনভোগীদের জন্যও প্রযোজ্য হবে। ভাতার হার ও বাস্তবায়ন সময়সীমা শিগগিরই অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করবে।

এখন পর্যন্ত বাদপড়া প্রার্থীদের আবেদন পুনর্মূল্যায়নের প্রক্রিয়া চলছে, এবং দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে তাদের যোগদান নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার।
 

মারিয়া

×