ছবিঃ ট্র্যাসি জ্যাকবসন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে মনোনীত ডেভিড মিলি শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না। মার্কিন সিনেটে মনোনয়ন শুনানি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন অন্তর্বর্তীকালীন দায়িত্বে ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পিটার হাসের উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত ট্র্যাসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্কিন দূতাবাস এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে।
ঢাকায় আসার আগে ট্র্যাসি জ্যাকবসন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনা করে ট্র্যাসি জ্যাকবসনের মতো অভিজ্ঞ কূটনীতিককে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই তিনি ঢাকায় দায়িত্ব নেবেন।
জাফরান