ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে: ফখরুল

প্রকাশিত: ২২:৪৪, ৯ জানুয়ারি ২০২৫

দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে: ফখরুল

ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "ক্ষমতায় স্থিতিশীলতা আনার জন্য সংস্কার প্রয়োজন। আমরা বহু আগেই সংস্কারের উদ্যোগ নিয়েছি। কিন্তু এখন যা চলছে, তা সুস্থ রাজনীতির জন্য উপযোগী নয়।"

মহাসচিব আরও বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ছিল দেশের সবচেয়ে বড় সংস্কারমূলক উদ্যোগ। কিন্তু আজ কেউ সেসব নিয়ে আলোচনা করে না। কিছু মানুষ বিভক্তির রাজনীতি করছে এবং নানা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, যা দেশকে পিছিয়ে দিচ্ছে।"

মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন, "কিংস পার্টির নামে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে।" তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের বিভাজন সৃষ্টির পথ থেকে সরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে খালেদা জিয়ার জবানবন্দি নিয়ে লেখা বইটি প্রকাশ করা হয়। বইটি সম্পাদনা করেছেন প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। বইটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার ৩৪২ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে লেখা।

বিএনপির মহাসচিব বলেন, "ক্ষমতায় টিকে থাকার লড়াই তখনই সঠিক হবে, যখন রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে। আমরা সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুলের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতাকে ইঙ্গিত করে।

মারিয়া

×