ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ফখরুল

প্রকাশিত: ২২:৩১, ৯ জানুয়ারি ২০২৫

অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ফখরুল

ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব মামলা থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান অর্জন করেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কাতারের আমিরের প্রতি আমরা কৃতজ্ঞ, যিনি কোনো দ্বিধা ছাড়াই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাই। কোথাও কোনো বাধার মুখে পড়তে হয়নি বেগম জিয়াকে। বিএনপি যেখানে যা প্রয়োজন করেছে, তা পেয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অশুভ প্রতিযোগিতা চলছে, যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ঐক্য ধরে রাখা জরুরি। সংস্কারের কথা বলা হলেও বিএনপি অনেক আগেই সংস্কার শুরু করেছে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “৫ আগস্টের পর বেগম জিয়া বলেছেন, ধৈর্য ধরতে হবে এবং কোনো প্রতিহিংসার পথে পা দেওয়া যাবে না। এই শিক্ষা আমাদের ধারণ করতে হবে।”

তিনি গণ-অভ্যুত্থানে ত্যাগ স্বীকারের পরও বিভক্তি এড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “দেশ ও জনগণকে রক্ষার জন্য আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই এই সংকট থেকে বের হওয়ার পথ।”

মির্জা ফখরুল দলীয় কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কিছু মানুষ দেশের বিভক্তি সৃষ্টি করতে চায়। এই ফাঁদে না পড়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভক্তির রাজনীতি পরিহার করতে হবে।”
 

মারিয়া

×