
ছবিঃ সংগৃহীত
বিএনপি নেতা ফজলুর রহমান এক বক্তব্যে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, "আল্লাহর রহমতে আমরাই জিতবো। যারা শুধু বাক-বাকুম করে বড় বড় কথা বলেন, তারা বাস্তবে দেখা গেছে মাত্র ৬% ভোট পেয়েছেন।"
তিনি আরো বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করেন, ১৯৭০, ১৯৭১ সালে এবং এখনো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তারা যদি বাংলাদেশে ১০% এর বেশি ভোট পান, তাহলে ভোটের পরে আমার সঙ্গে কথা বলবেন। তাদের শক্তি কতটা, তা বোঝা যায় যখন তারা তিনবার একা নির্বাচন করেও একবার মাত্র ১টি সিট এবং আরেকবার ৩টি সিট পেয়েছে।"
ফজলুর রহমান দাবি করেন, "বিএনপিকে নিয়ে যতই সমালোচনা করা হোক, যেমন দুর্নীতি, লুটপাট কিংবা চাঁদাবাজি, বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েও তারা নিজেদের শক্তি প্রমাণ করতে ব্যর্থ। আমরা সবকিছু উপেক্ষা করেই সামনে এগিয়ে যাবো।"
বক্তব্যে তিনি বিএনপির প্রতি আস্থা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা তুলে ধরেন।
মারিয়া