বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সামরিক অস্ত্র সরঞ্জাম রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তবে, তুরস্কে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।
বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বাংলাদেশে তুরস্কের প্রায় ৩০ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগের মধ্যে এলপিজি, সিঙ্গার ইলেকট্রনিক্স এবং কোকাকোলা বোটলিং উল্লেখযোগ্য। তুরস্ক নতুন করে নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রি, অবকাঠামো এবং জ্বালানি খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে।
বৈঠকে তুরস্ক বাংলাদেশের সঙ্গে সামরিক সরঞ্জাম রপ্তানি ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ তুরস্ক বছরে প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানি করে। তারা যুতসই সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদেরও কিছু আগ্রহ রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা বিভাগ নেবে।”
বাংলাদেশ বর্তমানে বছরে তুরস্কে প্রায় ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে এবং তুরস্ক থেকে প্রায় ৪৫ কোটি ডলারের পণ্য আমদানি করে। গত বছরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে তুরস্কের নিজস্ব পোশাক রপ্তানির কারণে বাংলাদেশ সেখানে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় না।
এবিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান জানান, ইউরোপীয় ইউনিয়নের মতো তুরস্কেও শুল্কমুক্ত সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে। তুরস্ক বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে।
আশিক