ছবিঃ সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অভিযোগ তদন্তে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে নির্দেশনা দিয়েছে। চলতি সপ্তাহে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
বিএফআইইউ-এর নির্দেশনায় জানানো হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
তথ্যমতে, শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
তদন্তের উদ্দেশ্য হলো, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কোনো আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা নির্ণয় করা।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বর্তমানে দেশটির একজন কনিষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
মারিয়া