ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে যা জানা গেল

প্রকাশিত: ১৭:৪৪, ৯ জানুয়ারি ২০২৫

লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে যা জানা গেল

ছবি: সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি ‘দ্য ক্লিনিক’ নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ১০ এপ্রিল থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ বার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা সব সময়ই তাঁকে মাল্টিডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টারে তার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান এবং সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হন। ইতিমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে।

খালেদা জিয়ার দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলা অসুস্থতার প্রতিটি দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সম্মিলিতভাবে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করেছেন। বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি রেখে বর্তমানে অধ্যাপক কেনেডি তার চিকিৎসা পরামর্শ নিয়ে বাংলাদেশের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে এই পরামর্শের ভিত্তিতে তার চিকিৎসা চলবে।

নুসরাত

×