ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে আগুন দিলো কারা?

প্রকাশিত: ১১:২৩, ৯ জানুয়ারি ২০২৫

ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে আগুন দিলো কারা?

ছবি: সংগৃহীত

ঢাকার পুরান শহরের বকশী বাজার এলাকায় আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত পুড়িয়ে দেওয়া হয়েছে। এ আদালত থেকেই বিএনপি নেতা খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। শিক্ষার্থীরা বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রমের প্রতিবাদে গতকাল রাত থেকে আজ সকাল ১০:৩০ পর্যন্ত সড়ক অবরোধ করেন। এর ফলে আদালতের সামনে রাস্তা বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল হোসেন জানিয়েছেন, পুলিশকে আলিয়া মাদ্রাসার মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, তবে পুলিশ সেখানে অবস্থান করছে। গতকাল সকাল থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, তাদের পরিবারের সদস্যরা এবং ভুক্তভোগীরা বিচার ও পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার, শাহবাগ এলাকায় আরও একটি ব্লকেডের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যরা ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। বর্তমানে বাহিনীর নাম বদলিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়েছে।

মারিয়া

×