ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ভর্তি হয়েছেন। লন্ডনের সময় সকাল ৯টায় তিনি লন্ডন ক্লিনিকে পৌঁছান। সেখানে প্রখ্যাত চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা চলছে।
বাংলাদেশ থেকে তার সঙ্গে গেছেন একটি মেডিকেল টিম, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। দলে আরও আছেন ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল ও ডা. আব্দুল আল মামুন।
দীর্ঘ সাড়ে চার বছর ধরে খালেদা জিয়া লিভার, কিডনি এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত। বাংলাদেশে তার চিকিৎসা চলাকালীন মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়।
সকালে ক্লিনিকের চিকিৎসক দল তার স্বাস্থ্য পরীক্ষা শুরু করে। ডা. কেনেডি ও তার টিম জানান, রোগীর দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা এবং সাম্প্রতিক ভ্রমণের ধকল বিবেচনায় কিছু প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। কাতারের রাজপরিবার পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে আনা হয়।
পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে। তার শারীরিক অবস্থার উন্নতিতে নিয়মিত আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/pCat3A2JGqA?si=5HzK3v-6sRCr4gny
এম.কে.