ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

রাফির অ্যাকাউন্টের লেনদেন নিয়ে মুখ খুললেন সারজিস

প্রকাশিত: ২১:৪৯, ৮ জানুয়ারি ২০২৫

রাফির অ্যাকাউন্টের লেনদেন নিয়ে মুখ খুললেন সারজিস

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান মাহমুদ তালাত রাফির বিরুদ্ধে সম্প্রতি ডেইলি বাংলাদেশ একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। সংবাদের দাবি ছিল, রাফির মায়ের এনআইডি দিয়ে খোলা একটি বিকাশ অ্যাকাউন্টে ১লা আগস্ট থেকে ১লা অক্টোবর পর্যন্ত প্রায় ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।  

তবে সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টে জানান, উক্ত সময়ে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি। আসলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওই অ্যাকাউন্টে মাত্র একবার ২০ টাকার লেনদেন হয়েছে।  

এই তথ্য প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডেইলি বাংলাদেশ। পোর্টালটি তাদের ভুল স্বীকার করে মিথ্যা সংবাদটি ডিলিট করেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। তারা জানায়, "এই মিথ্যা সংবাদটি যে সাংবাদিক তৈরি করেছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"  

ডেইলি বাংলাদেশ আরও জানায়, তারা যেখান থেকে তথ্য সংগ্রহ করেছে, সেই উৎসগুলোও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। এই ঘটনার পর সারজিস আলম তার পোস্টে সতর্ক করে লেখেন, "গু জব থেকে সাবধান।"  

আশিক

×