ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে

‘আমাদের কী করার আছে?’

প্রকাশিত: ১৮:০৪, ৮ জানুয়ারি ২০২৫

‘আমাদের কী করার আছে?’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের কিছু করার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, "আপনাদের মতো আমিও পত্রিকার মাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জেনেছি। আমাদের কী করার আছে?"

তিনি আরও জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে গত ডিসেম্বর মাসে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। তবে এর কোনো জবাব এখনও ভারত থেকে পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের জবাবের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। চিঠির জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, জুলাই মাসের বিক্ষোভে গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় শেখ হাসিনার নামও রয়েছে।

নাহিদা

×