ছবি:- সংগৃহীত
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি মাহমুদুর রহমানের,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সীমান্তে ফেলানী হত্যার মতো ঘটনা বিশ্বে নজিরবিহীন। তিনি বলেন, এভাবে হত্যাকাণ্ড চালানো কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার উপর। মাহমুদুর রহমানের মতে, ভারত যদি বাংলাদেশের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্ক চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়েই আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পারি।
তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, যতদিন শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। আলোচনার শেষাংশে মাহমুদুর রহমান ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানান, নিজেদের মধ্যে বিভাজন না করে চিন্তা ও আদর্শের ঐক্য ধরে রাখার জন্য তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাসেল