ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা বিদেশি বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি, অন্য কারও হাতে যেতে নয়। আমরা কারও লাল চোখ দেখতে চাই না।" তিনি আজ শুক্রবার (৩ জানুয়ারি) নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম বৈষম্যহীন, মানবিক সমাজ গড়তে চায়। আমাদের লক্ষ্য বিভেদ সৃষ্টি করা নয়, বরং ঐক্য প্রতিষ্ঠা। এ দেশে সকল ধর্মের মানুষ—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই গর্বিত নাগরিক।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তারা জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে এবং সকলেই কিছু না কিছু কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছরে ক্ষমতায় থাকা প্রশাসন।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি তুলে ধরে বলেন, "এত মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চেয়েছে। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল।"
এছাড়া, জামায়াতের অন্যান্য নেতা, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং মোবারক হোসেন প্রমুখ কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।
সূত্রঃ https://youtu.be/g39ysXB0cPk?si=enDki3ZxmD2piCey
মারিয়া