
হাসনাত আবদুল্লাহ
এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ । তিনি বলেন, এখনও পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সচিবালয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাদেরকে বলতে চাই, ‘আপনাদের আম্মু আর দেশে ফিরে আসবে না, আপনারা রিয়েলিটি মাইনে নেন।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ফার্চ ফর ইউনিটি’ সমাবেশে এসব কথা বলেন তিনি।
হাসনাত আরও বলেন, আপনাদের সরকার গঠনের কয়েক মাস পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক হয়নি। আপনারা বলেন, সিন্ডিকেট এক হাত থেকে অন্য হাতে গিয়েছে। সিন্ডিকেটের হাত পাল্টালে আপনাদের কাজ কি? এসব সিন্ডিকেটের হাত গুড়িয়ে দিতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে বলতে চাই, অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। কোনো বিপ্লবীর ওপর হামলা হলে সে দায় গ্রহণ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের দেশ প্রেমিকদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আলেমদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ১৬ বছর ধরে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের বিচার করতে হবে। দেশে আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, আমাদের অন্য কোনো শত্রু নেই।
আশিকুর রহমান