
সেন্ট মার্টিন থেকে সাগর পথে কক্সবাজারে ফেরার সময় তলা ফুটো হয়ে পড়ে জাহাজে পানি ঢুকে পড়ছিল। একারণে জাহাজটি মেরিন ড্রাইভ সড়কের কাছে ভিড়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮ টায় বাহারছড়া হাজমপাড়া কচ্ছপিয়া স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে ফেরার পথে এমবি গ্রীণ লাইন-১ নামে জাহাজটির তলা ফুটো হয়ে জাহাজের ভেতর পানি ঢুকছিল। এটি জানাজানি হলে যাত্রীদের মধ্যে একটু আতঙ্কের সৃষ্টি হয়। প্রায় শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে ইঞ্জিন নষ্ট হয়ে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় গ্রীণ লাইন জাহাজটি আটকে যায়। যাত্রীরা ভিতরে আতঙ্কে থাকলেও জাহাজ কর্তৃপক্ষের অভয় দেয়ার কারণে অনেকটা নিরাপদে অবস্থান করছিল।
খবর পেয়ে বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে আসে। যাত্রীদের কচ্ছপিয়া পয়েন্টে নামিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
তাবিব