ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা সংখ্যালঘু হবে কেন: জামায়াত আমির

প্রকাশিত: ১৭:৫০, ২৪ ডিসেম্বর ২০২৪

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা সংখ্যালঘু হবে কেন: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন। তারা কেন সংখ্যালঘু হবেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা মাইনরটি হবে কেন।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশি হয়ে থাকবে। আর পরস্পরকে (সংঘ্যালঘু বলে) লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র। সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা আরেকটি চক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, এদেশে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই গর্বিত মানুষ। এই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেয় তখন চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। সেইসঙ্গে দুর্নীতিমুক্ত প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে।

 

গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকার, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সেক্রেটারি জহুরুল হক সরকারসহ আরও অনেকে।

তাবিব

×