ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালিয়ে গত শনিবার ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের এবং কোনগাঁও এলাকা থেকে এই ৮ অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছর। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন।
পুলিশ আরও জানায়, বিদেশী নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন স্ক্র্যাপ বিক্রেতা, দুইজন শ্রমিক, একজন রাজমিস্ত্রী ও একজন প্লাম্বার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত রোববার দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।
ফুয়াদ