ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৯৩

প্রকাশিত: ০৩:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৯৩

ছবি: প্রতীকী

ঢাকা মহানগরীতে একযোগে অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে ২৪ ঘন্টায় ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ বিশেষ এই অভিযান পরিচালনা করেছে।

এদিকে, ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে ২৬ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, যা সবচেয়ে বেশি। তেজগাঁও বিভাগ থেকে ১৯ জন, রমনা থেকে ৮ জন, ওয়ারী থেকে ১০ জন, এবং গুলশান থেকে ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় রোববার বিকালে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় আগারগাঁওয়ের ফুল মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার হয়।

আদাবর থানার মোবাইল টিম ২৪ ঘণ্টায় তিনটি বিশেষ অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বিশেষ করে শীতকালে দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা রোধ করতে কঠোর নজরদারি চালানোর কথা জানান।

এম.কে.

×