সাবেক সচিব আবু আলম মো: শহীদ খান
সাবেক সচিব আবু আলম মো: শহীদ খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানান, ভারতের সঙ্গে একপক্ষের সম্পর্ক ‘স্বামী-স্ত্রীর’, অন্যপক্ষের শ’ত্রুতাপূর্ণ বলে মনে হয়।
তিনি বলেন, "আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ হিসেবে। যেখানে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠবে। ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকা প্রচার করছে, তা মূলত প্রোপাগান্ডার মতো। আমি মনে করি, এসব প্রচারমূলক কার্যক্রম মূল্যহীন।"
শহীদ খান আরও উল্লেখ করেন, "ভারতীয় গণমাধ্যমের এসব প্রচারকে প্রতিক্রিয়া জানানোও আমাদের জন্য অযথা। একদিকে যেমন প্রেম ভালোবাসা, অন্যদিকে ঘৃণা-বিদ্বেষ, দুই দিকের সম্পর্কই আমাদের ভাবনায় আসা উচিত।"
তিনি আরও বলেন, "৭১ এর যুদ্ধের পর আমাদের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ছিল শত্রুতাপূর্ণ। কিন্তু এরপর ৫৪ এর সমঝোতায় আমরা সম্পর্ক গড়ার চেষ্টা করেছি। তবে সেই সম্পর্কের মধ্যে যেমন প্রেম ভালোবাসা ছিল, তেমনি ছিল ঘৃণা ও বিদ্বেষ। কখনো কখনো সম্পর্কটা যেন স্বামী-স্ত্রীর মতো হয়ে যায়, আবার অন্যপক্ষের মতো ভারতকে শত্রু রাষ্ট্র বলে চিহ্নিত করার চিন্তা আসে।"
আশিকুর রহমান