ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নিউইয়র্কে উবার চালান বিএনপি’র এমপি ও জিয়াউর রহমানের পিএস!

প্রকাশিত: ২৩:১৫, ২৩ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কে উবার চালান বিএনপি’র এমপি ও জিয়াউর রহমানের পিএস!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উবার চালান বিএনপির সাবেক এমপি ও জিয়াউর রহমানের একান্ত সহকারী আনিসুজ্জামান খোকন। ১৯৭০ সালে তিনি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। মহান মুক্তিযুদ্ধে কর্ণেল তাহেরের অধীনে কোম্পানি কমান্ডার হিসেবে লড়াই করেছেন।

সম্প্রতি নিউইয়র্কের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসের অনুষ্ঠানে খোকন বলেন, "যে বিজয় দিবসের সবচেয়ে বেশি অবদান, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আজ বলা যায় না। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন জিয়াউর রহমান, এটি বললে শুধু বিএনপি'র লোক হাততালি দেয়।"

তিনি মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্বীকার করে বলেন, "আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অনেক অবদান আছে, তারা পাশে না থাকলে আমাদের বিজয় অনেক বিলম্বিত হত। কিন্তু আজকের ভারতকে আমি পছন্দ করি না তাদের হিন্দুত্ববাদী সরকারের আচরণের কারণে।"

খোকন স্মরণ করেন, ১৯৭০ সালে তিনি জিন্না কলেজের নাম বদলে তিতুমীর কলেজ করেছিলেন। সেদিন পাকিস্তানি আইনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ২ মার্চ তিতুমীর কলেজে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, মুক্তিযুদ্ধে ভারত অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করেছিল। কোম্পানি কমান্ডার হিসেবে তিনি সুনামগঞ্জ, দিরাই, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেটসহ বিস্তৃত অঞ্চলে যুদ্ধ করেছেন। তবে তাঁর অবদানের কোনো স্বীকৃতি পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি শেখ হাসিনার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ""সত্য ও ন্যায় বলতে হবে। আমাদের সত্যবাদী হতে হবে। সত্যকে যত অপ্রিয়ই হোক, তা মেনে নিতে হবে। শেখ হাসিনা যদি আমার কথা শুনত, আমি বার বার বলেছি, বিরোধী দলীয় নেত্রীর সম্মান অনেক বেশি, ভারতে পালিয়ে থাকার চাইতে। যদি উনি নির্বাচন দিতেন, হেরে যেতেন, তাহলে কি হত? উনি বিরোধী দলীয় নেত্রী থাকতেন। বিরোধী দলীয় নেতাকে জিয়াউর রহমান মন্ত্রীর মর্যাদা দিয়েছেন।"

জিয়াউর রহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, "জিয়া সবাইকে নিয়ে কাজ করতে চাইতেন। হিন্দু, মুসলিম, চাকমা, গারো—সবাইকে তিনি অন্তর্ভুক্তির সমাজে দেখতে চাইতেন।"

তিনি বলেন, "শেখ হাসিনা সব নষ্ট করে দিয়ে গেছে। তার কারণে বিজয় দিবসে কেউ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও নিচ্ছে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিলেন, অথচ আওয়ামীলীগ-ছাত্রলীগ তাকে বলেছিল পাকিস্তানের চর!"

শেষে তিনি বলেন, "শেখ হাসিনার কারণে জাতীয় চরিত্রেরও অবক্ষয় হয়েছে। আমি সাবেক সংসদ সদস্য হয়েও ট্যাক্সি চালাই, অথচ অনেকেই রাজনীতি করে কোটি টাকার মালিক। তাই আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন। বাংলাদেশ স্বাধীন থাকুক।"

মেহেদী কাউসার

×