বেজোস ও লরেন সানচেজ
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে একটি খবর চাউর হয়েছে। কনে বেজোসের দীর্ঘদিনের বান্ধবী সাংবাদিক লরেন সানচেজ। বেজোস ও সানচেজের আলোচিত এই বিয়েতে খরচ ধরা হয়েছে ৬০ কোটি ডলার। এমন বিভিন্ন জল্পনা এখন বিভিন্ন গণমাধ্যমে ঠাঁই পেয়েছে। তবে বিয়ের এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বেজোস।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ম্যাকেনজি স্কটের সঙ্গে জেফ বেজোসের বিচ্ছেদ হয়। তাদের ২৫ বছরের দীর্ঘ সংসার ছিল। এই বিচ্ছেদ বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়। কেননা, এখন পর্যন্ত জেফ বেজোস ও ম্যাকেনজিরটাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়েবিচ্ছেদ। ওই বিচ্ছেদের আপোসরফা হয়েছিল প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারে। যার পুরোটাই ছিল অ্যামাজনের শেয়ার। বিচ্ছেদের সময় বেজোস ছিলেন বিশ্বের শীর্ষ ধনী।
আর বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেনজি বিশ্বের অন্যতম ধনী নারীর কাতারে চলে আসেন। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এই বিয়ের বিলাসবহুল আয়োজন। আসপেনে ৬০ বছরের বেজোস আর ৫৫ বছরের সানচেজ বিবাহপূর্ব কিছু আয়োজনে অংশ নেন। ২৮ ডিসেম্বর শনিবার তাদের বিয়ের পরিকল্পনা করা হয়েছে। হলিউড অভিনেতা-পরিচালক কেভিন কস্টনারের ১৬০ একরের ডানবার র্যাঞ্চে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোসের বিয়ের আসর বসছে।
এই আয়োজনে খরচ হবে ৬০ কোটি ডলার। তবে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। সোমবার এক্স বার্তায় তিনি বলেন, ‘পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি।’ অ্যামাজন প্রধান আরও বলেন, ‘আপনি যা পড়েছেন, তা মোটেও বিশ্বাস করবেন না। -হিন্দুস্থান টাইমস অবলম্বনে।