ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আতিকের সাথে আয়মান সাদিকের ছবি, ঘুরছে নেটদুনিয়ায়

প্রকাশিত: ২০:২৬, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২০:৩২, ২৩ ডিসেম্বর ২০২৪

আতিকের সাথে আয়মান সাদিকের ছবি, ঘুরছে নেটদুনিয়ায়

ছবি: সংগৃহীত

নেটদুনিয়ায় ঘুরছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের একটি ছবি। ধারণা করা হচ্ছে ছবিটি গত শীতকালের। ছবিতে হাস্যেজ্জল দুজনকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো। আর এই ছবি নিয়েই চলছে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা।

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। তরুণ প্রজন্মের অনেকেই যাকে আইডল হিসেবে মানেন। 

বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

এরপর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপের পক্ষ থেকে বাতিল করা হয়।

বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্টআপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানান তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকও।

অন্যদিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন।

শিহাব

×