ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ. লীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৪

আ. লীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসররা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। পতিত আওয়ামী লীগের এখন আর বাংলার জমিনে ফিরে আসার সুযোগ নেই, অপরাজনীতি করারও সুযোগ নেই। তাই আওয়ামী লীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, শেখ পরিবারের রক্তে মিশে আছে দুর্নীতি। শেখ মুজিব থেকে শুরু করে হালের টিউলিপ সিদ্দিক একই দোষে দুষ্ট। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ষড়যন্ত্রের দিন শেষ। বাংলাদেশে আর কোনো দিন ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী অপরাজনীতি মেনে নেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অবশেষে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শাপলাচত্বর এবং লগি-বৈঠা গণহত্যার তদন্তেও কমিশন গঠন করুন। সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসরদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অনুষ্ঠানে হাজারীবাগ থানার ব্যবসায়ী মো. মনির হোসেন, মো. জাকির হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক জাগপায় যোগদান করেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, তাদের যোগদানের মধ্য দিয়ে জাগপা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হলো।

শিহাব

×