আসিফ মাহমুদ
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
সোমবার মিরপুরে বিপিএলের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি জুলাই অভ্যূত্থানের স্মৃতির কথা স্মরণ করেন। থিম সং, মাস্কট, গ্রাফিতিসহ বিভিন্ন আয়োজন থাকছে বিপিএলে। তার বিশ্বাস, নতুন বাংলাদেশে হবে নতুন বিপিএল।
তিনি বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়। ’
আর কে