ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিনা শর্তে দাবী মেনে নেয়ার আশ্বাসে 

প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সড়কের অবরোধ তুলে নিল শ্রমিকরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৮:১৬, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৩, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সড়কের অবরোধ তুলে নিল শ্রমিকরা

শ্রমিকদের দাবী মালিক পক্ষ মেনে নিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

গাজীপুরে বন্ধ করে দেওয়া দুইটি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবীতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় সাড়ে তিনঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে শ্রমিকদের দাবী মালিক পক্ষ মেনে নিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

সোমবার মহানগরীর কোনাবাড়িতে স্থানীয় এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করে। 

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ জানান, গত ৩ নভেম্বর শ্রমিক বিক্ষোভ চলাকালে শিল্প পুলিশের এক সদস্য আহত হওয়ার ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। এর জেরে নিরাপত্তার স্বার্থে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক মহানগরীর কোনাবাড়ী এলাকার এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মাঝে অন্তোষ ছড়িয়ে পড়ে।

রবিবার সকালে শ্রামকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ওইদিন বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসার শর্তে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদেরকে শর্ত সাপেক্ষে কারখানায় কাজে যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি। পরদিন সোমবার সকালে ওই দুইটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বন্ধ করে দেওয়া ওই দুইটি পোশাক কারখানা বিনা শর্তে খুলে দেওয়ার এবং শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়কের উপর থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা তাদের দাবীতে অনঢ় থেকে আন্দোলন অব্যাহত রাখে। এক পর্যায়ে বিনা শর্তে আন্দোলনরত শ্রমিকদের মেনে নিয়ে কারখানা দুইটি খুলে দেওয়ার ঘোষণা দেয় মালিকপক্ষ। শ্রমিকরা মালিকপক্ষের আশ্বাসের ভিত্তিতে তাদের আন্দোলন স্থগিত করে সড়কের অবরোধ তুলে নিলে প্রায় সাড়ে ৩ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। 

জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি জানান, কারখানা দুইটির মালিকপক্ষ বিনা শর্তে আন্দোলনরত শ্রমিকদের মেনে নিয়ে কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলে প্রায় সাড়ে তিন ঘন্টা পর শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 
 

রিয়াদ

×