ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চাঁদপুরে নোঙর করা জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে নোঙর করা জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজটির নাম "এমভি আল-বাখেরা"। স্থানীয়দের ধারণা, জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়েছিল। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

এমভি আল-বাখেরা নোঙর করা অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

রাসেল

×