ছবি:সাবেক এমপি শামীম হায়দার পাটোয়ারী
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাবেক এমপি শামীম হায়দার পাটোয়ারী বলেন,ড.মুহাম্মদ ইউনূস ছোট গোষ্ঠীর কথায় বড় বিভাজন সৃষ্টি করলেন। তিনি ঐক্যমত সৃষ্টি করবেন নাকি বিভাজন তৈরি করবেন? আমরা দেখলাম তিনি বিভাজন তৈরি করলেন। ড.ইউনূস সকলের কথা শুনবেন নাকি একটি ছোট গোষ্ঠীর কথা শুনবেন। আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে শুধু একটি ছোট গোষ্ঠীর কথা শুনলেন। যেটি দেশের জন্য প্রচন্ডভাবে ক্ষতিকারক হয়ে গেছে। আপনি ন্যারো করিডোর দিয়ে কখনো ব্রডার পারস্পেক্টিভ চিন্তা করতে পারবেন না।
শামীম হায়দার বলেন, ড. ইউনূস নিজেও দৃষ্টিভঙ্গিটা সবাইকে সাথে নিয়ে করলেন না। জাতীয় পার্টিকে আলোচনা থেকে বাদ দিয়ে দিলেন কয়েকজন ছাত্র বলেছে তাই। তিনি যদি বলতেন আমাদের সকলকে প্রয়োজন। সকালের অভিজ্ঞতা প্রয়োজন কন্তিু তিনি তা করলেন না। আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা আন্দোলনকারী কেউ পাবে না। দুইটাকে সমন্বয়ে সাজাতে হবে।
তিনি আরও বলেন,বহু কষ্টে এ দেশ অনেকবার স্বাধীন হয়েছে । ১৯৭১ সালে প্রচুর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ কিন্তু টেবিলে বসে স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়েছে টেবিলে, পাকিস্তান স্বাধীন হয়েছে টেবিলে। বাংলাদেশ স্বাধীন হয়েছে রক্তের মাধ্যমে এবং গণতন্ত্রের জন্য এখানে অনেকবার রক্ত ঝরেছে। ১৯৯০ ও ২০০৬ সালে ছাত্ররা রক্ত দিয়েছে এবং ২০২৪ সালে বিশাল একটা আন্দোলন হয়েছে অনেক রক্ত ঝরেছে। আমি মনে করি, এই সরকার ঐক্যমত করতে না পারলে সংস্কারগুলো ঐক্যমতের সংস্কার হবে না। প্রতিদিন সরকার হোচট খাচ্ছে! কারণ ঐক্যমত না থাকার কারণে সকলে নিরাপত্তাহীনতায় ভুগছে।
সাইদ