ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাখাইনে ‘স্বাধীন’ দেশের সম্ভাবনা? বাংলাদেশের মহাবিপদ!

প্রকাশিত: ১২:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৪

রাখাইনে ‘স্বাধীন’ দেশের সম্ভাবনা? বাংলাদেশের মহাবিপদ!

ছবি: সংগৃহীত

রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মিয়ানমারের সামরিক জান্তা সেখানে পুরোপুরি পতনের পথে রয়েছে। শনিবার সকাল পর্যন্ত রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৩টি বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। একটি টাউনশিপে তীব্র সংঘর্ষ চলছে, আর রাজধানী সিত্তয়ে ও বাকি দুই টাউনশিপের শহরাঞ্চলে জান্তার নিয়ন্ত্রণ থাকলেও তা স্থায়ী বলে মনে হচ্ছে না। ইতোমধ্যে আরাকান আর্মি ছয়টি বিমানবন্দরের মধ্যে তিনটি- আন, ম্রাউক-উ এবং থান্ডওয়ে নিজেদের দখলে নিয়েছে।

রাজ্যের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে রাখাইন এখন চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের কেন্দ্রবিন্দুতে। তবে সামরিক জান্তা সহজে হার মানবে না। জান্তারা দখল হারানোর পরেও বিমান হামলার মাধ্যমে এলাকাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যা রাখাইনের ভবিষ্যৎ স্বাধীনতার প্রশ্নকে আরও জটিল করে তুলেছে।

আরাকান আর্মির প্রধান জেনারেল তোয়াই ম্রাত নাইং বলেছেন, তারা রাখাইনের স্বাধীনতা চায়, তবে তা অর্জন দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়। তার মতে, স্বাধীনতার পথ জটিল এবং ধৈর্য ধরে অনেক পদক্ষেপ নিতে হবে। তবে বর্তমানে আরাকান আর্মির অগ্রগতি রাখাইনকে স্বাধীনতার সবচেয়ে কাছাকাছি অবস্থানে নিয়ে এসেছে।

রাখাইনের স্বাধীনতার সম্ভাবনা বাংলাদেশের জন্য কৌশলগত এবং রাজনৈতিক চ্যালেঞ্জ বয়ে আনছে। তিনটি বিষয় এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ:

১. পার্বত্য চট্টগ্রামের প্রভাব: রাখাইন স্বাধীন হলে এ অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়তে পারে, যা বাংলাদেশের জন্য নতুন জটিলতা তৈরি করবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন: রাখাইনের স্বাধীনতা বা কনফেডারেশনের প্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কী হবে, তা নিশ্চিত করা জরুরি।

দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা: স্বাধীন রাখাইন কতটা টেকসই হবে এবং যদি জান্তা পুনর্দখল করতে সক্ষম হয়, তবে তা বাংলাদেশের উপর কী প্রভাব ফেলবে- এসব বিষয়েও স্পষ্ট পরিকল্পনা দরকার।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশকে রাখাইন প্রশ্নে কৌশলগত অবস্থান নিতে হবে। সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির উত্থানকে ঘিরে বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে, তা পুনর্মূল্যায়ন জরুরি। রাখাইনের স্বাধীনতার সম্ভাব্য পরিস্থিতি বাংলাদেশের কূটনীতি, প্রতিরক্ষা এবং ভূ-রাজনীতির দক্ষতার বড় পরীক্ষা।

নাহিদা

×