ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:০৫, ২৩ ডিসেম্বর ২০২৪

যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে

সায়েদুল আব্দুল্লাহ

ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল এক্টিভিষ্ট সায়েদুল আব্দুল্লাহ বলেন,  প্রত্যেকে এখন দেখেন কত চমৎকার করে সরকারের সমালোচনা করতে পারে।  অতীতে এমন কাজ হয়েছে যে টকশোতে কথা বলার পর বাড়িতে যাওয়ার আগেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কোনো এক ব্যাংক চোর ব্যাংক লুট করে নিয়ে গেছে। শুধু ওইটার উপর একটা কার্টুন আঁকিয়ে এবং ক্যাপশন দেওয়ার জন্য তাদেরকে জেলের ভিতরে মরতে হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে সরকারের কাছে সাধারন মানুষের যে প্রত্যাশা রয়েছে। এই সরকার তা পূরণ করতে পারছে কি না? রাজনীতি দলগুলোর কাছ থেকে সঠিক সাপোর্ট পাচ্ছে কি না।  

আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি দৃঢভাবে বলতে পারি যে, ২০২৬ সালের মধ্যে শেখ হাসিনার পতন হয়ে যেত, কারন বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যেত। কারণ হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির কারণে। কারণ, সেই রাস্তা তারা তৈরি করে ফেলেছিলো। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জর জায়গা হলো অর্থনৈতিক কাঠামো ঠিত করা।

আসলে বাংলাদেশের মানুষ কি চায়? দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, রাস্তায় বের হলে যেন কোন ধরনের রাজনৈতিক হেনস্তার শিকার না হওয়া। তিন বেলা শান্তিতে খেতে পারে। তাহলে আর কোন সমস্যা থাকার কথা না। কিন্তু এখান থেকে পরিত্রাণের একটা উপায় ছিলো। 

ইয়াং যারা আছে, বয়স্করা আছে। আমার বন্ধুরা আছে।  ৩৫ থেকে ৫৫ বছর এই জেনারেশনের অভাব আছে। বিগত ১৫ বছরে যত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে প্রত্যেকটা মানুষের স্যাক্রিফাইসের কারনে শেখ হাসিনার পত হয়েছে।

 
 

শহীদ

×