ছবি সংগৃহীত
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে আর কোনো প্রশ্ন আসে না’’। তিনি জানান, ‘‘নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিষয়ে নির্বাচন কমিশনও একই মত প্রকাশ করেছে, আমারও তার সঙ্গে একমত।’’
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, নির্বাচন বিশেষজ্ঞ ডা. মো. আবদুল আলীম, সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, ছাত্র প্রতিনিধি সাদিক আরমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘‘প্রশাসন আর কোনো পক্ষের হয়ে কাজ করতে চায় না। প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন চান এবং তারাই দায়িত্ব পালন করবেন।’’
তিনি আরো জানান, ‘‘এ সভায় আমরা বিভিন্ন খাতের প্রতিনিধিদের সুপারিশ ও অভিজ্ঞতা শুনেছি এবং নির্বাচন কমিশন, সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র, নির্বাচনীয় অপরাধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেছি।’’
বদিউল আলম মজুমদার বলেন, ‘‘আমরা আশা করছি যে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে পেশ করতে পারবো।’’
তিনি আরো জানান, ‘‘বর্তমান নির্বাচন কমিশনকে আমরা সমর্থন করি এবং তাদের মাধ্যমে আমরা জাতিকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাওয়ার আশা করছি।’’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজামান আফতাব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আশিকুর রহমান