ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাসিনার ছত্রছায়ায় তারেক সিদ্দিকীর সেনা দুর্নীতি

প্রকাশিত: ০৪:১৪, ২৩ ডিসেম্বর ২০২৪

হাসিনার ছত্রছায়ায় তারেক সিদ্দিকীর সেনা দুর্নীতি

সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, শেখ হাসিনার সরকারে তারেক সিদ্দিকী সেনা বাহিনীতে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার চালিয়ে যাচ্ছিলেন।

তিনি জানান, তারেক সিদ্দিকী যিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন। তার অধীনে আর্থিক সুযোগ-সুবিধা, ব্যবসা এবং সেনাবাহিনীর সম্পদ ও কেনাকাটায় ব্যাপক অনিয়ম ছিল। 

চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, তারেক সিদ্দিকী নিজের ব্যক্তিগত সুবিধার জন্য ডিজিএফআই, এনএসআই এবং র‌্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি বড় ব্যবসা গ্রুপ চালাচ্ছিলেন, যার মধ্যে জমি দখলের মতো অপকর্ম ছিল। 

এছাড়া, তিনি অভিযোগ করেন যে, তারেক সিদ্দিকী এবং তার পরিবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের দ্বারা অস্বচ্ছ এবং অবৈধ কার্যক্রম চালাতেন। সাবেক জেনারেল বলেন, “এসএসএফে আমার সময়টা সুখকর ছিল না, কারণ আমি জানতাম তারা আমাকে বিশ্বাস করেনি বরং তারা ভাবতো তাদের সাফল্য তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনাকে খুশি রাখতে।”  

তিনি আরও উল্লেখ করেন, “দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যা, গুম, নির্যাতন এবং বিরোধী দলের উপর দমননীতি চালিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছিল। এই কৌশলগুলো বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের অংশ ছিল। সেনাবাহিনীর মৌলিক চেতনা ধ্বংস করা হয়েছে এবং শেখ হাসিনার পছন্দের লোকদের দিয়ে এসব কার্যক্রম চালানো হচ্ছিল।”

 

আশিকুর রহমান

×