ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শহীদ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিশু

প্রকাশিত: ০৩:২৩, ২৩ ডিসেম্বর ২০২৪

শহীদ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিশু

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের তালিকায় আরেক এক শহীদের নাম যুক্ত হয়েছে। ১২ বছর বয়সী শহীদ আরাফাত। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা ফেসবুক পোস্টের মাধ্যমে শহীদ আরাফাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পোস্টে উমামা লিখেছেন, শহীদ আরাফাতের জন্য এয়ার এ্যাম্বুলেন্স রেডি ছিলো। উন্নত চিকিৎসার জন্য আর উড়াল দিতে হলো না আরাফাতের, আমাদেরকে রেখে চলে গিয়েছে না ফেরার দেশে।  

শহীদ আরাফাতের জানাজা আগামীকাল বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি ।

আশিকুর রহমান

×