ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শোষণের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: সারজিস

প্রকাশিত: ০২:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৪

শোষণের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: সারজিস

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম

খুলনার শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠিত একটি আর্থিক সহায়তা অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, শোষণের রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

অনুষ্ঠানে সারজিস বলেন, “নির্বাচন উপযুক্ত করে গড়ে তোলার জন্য সময় প্রয়োজন। ইতোমধ্যে আমাদের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এখন শুধু প্রসেসগুলো সম্পূর্ণ করতে হবে। এই প্রসেসগুলো ঠিক করার জন্য সহযোগী এলিমেন্টগুলোও প্রস্তুত করতে হবে। সেগুলো প্রস্তুত করার সময় না দিয়ে যদি শুধু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা দুঃখিত। আমরা মনে করি, আপনি শুধু ক্ষমতার জায়গা থেকে বিষয়গুলো দেখছেন।”  

সারজিস আলম আরও বলেন, “আমরা পর্যায়ক্রমে সকল শহীদ পরিবারকে সহায়তা দিতে থাকব। আমাদের সহায়তা অব্যাহত থাকবে, যতদিন না তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসে।”  

এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের মাঝে ৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৯০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার আহতের আর্থিক সহায়তার তালিকা প্রস্তুত করা হচ্ছে, যাতে তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করা যায়। এ পর্যন্ত খুলনাতে ৭৪ জন শহীদের তালিকা করা হয়েছে

আশিকুর রহমান

×