ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যেভাবে গুমের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন হাসিনা 

প্রকাশিত: ০২:৪২, ২৩ ডিসেম্বর ২০২৪

যেভাবে গুমের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন হাসিনা 

ছবি সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে এক বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। যেখানে ছাত্র-জনতা অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার জন্য গুমের রাজনীতি ব্যবহার করেছেন। তাদের দাবি, শেখ হাসিনার অধীনে সরকার বিরোধী কণ্ঠ চেপে রাখার জন্য বিশেষভাবে গুমকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

অভিযোগ ওঠে যে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। এক ক্ষুব্ধ নাগরিক বলেন, "জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের প্রভাব থেকে বের হতে পারেনি। এরশাদ সরকারের আমলে দেখেছি, আওয়ামী লীগের সময়েও বিনা ভোটে সরকার হয়েছে। জাতীয় পার্টি এক ধরণের দালাল দল, যা শুধু আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করেছে।"

ছাত্র-জনতা আরও দাবি করেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের গুমের শিকার হতে হয়েছে। তারা বিশেষভাবে ডিবি পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন, যারা বিরোধী মতাদর্শের মানুষদের তুলে নিয়ে গুম করেছে। "ডিবি হারুন, মনিরুল ইসলাম, জিয়াউল হাসান এরা গুমের রাজনীতি চালিয়ে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার পথ তৈরি করেছেন," বলে অভিযোগ করেন তারা।

ছাত্র-জনতা স্পষ্ট দাবি জানান, যারা গুমের কাজে জড়িত তাদের বিচার করা হোক এবং শেখ হাসিনারও বিচার হওয়া উচিত। "গুমের রাজনীতি আর চলতে দেওয়া যায় না। যে কেউ যেভাবে নির্দোষ মানুষদের নিঃশব্দ করে রেখেছে, তাদের আইনের আওতায় আনা হোক," বলে মন্তব্য করেন তারা।

এছাড়া তারা জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বয়কটেরও আহ্বান জানান। "জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের পুতুল। একসাথে এই দুই দলকে বয়কট করলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে," বলেন তারা।

আশিকুর রহমান

×