ছবি: সংগৃহীত
মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, "বাংলাদেশের জন্মের ইতিহাসটাই ঠিক নাই। সংস্কার হওয়া উচিত ইতিহাসের। এখানে সরকার বদলায়, ইতিহাস বদলায়। আমরা জানি না কোথায় আছি দাঁড়িয়ে।"
তিনি আরও বলেন, বিএনপি নেতা হারিস চৌধুরী ১১ বছর কোথায় ছিলেন, সেই রিপোর্ট করার কারণে আমাকে প্রেস ক্লাবে একজন বললেন, ভাই এটা বোধহয় ঠিক হলো না। একটা বড় পত্রিকা তিন দিন পর ওই রিপোর্ট নিয়ে পুলিশের বরাত দিয়ে বললো রিপোর্টটা সত্য না। পরবর্তীতে প্রমাণিত হলো, ওই রিপোর্টটা সত্য ছিল। উনি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি হারিস চৌধুরী নামে মারা গেছেন। হারিস চৌধুরীর লাশ এটা প্রমাণিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিকনির্দেশনা নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়। সিজিএসের চেয়ারপারসন মুনিরা খানের সভাপতিত্বে সংলাপের সঞ্চালনা করেন সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
এম.কে.