ছবি: সংগৃহীত
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান বাংলাদেশকে নিজের দেশ মনে করেন। সঙ্গীত জগতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
রবিবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও ডাক এবং টেলিযোগাযোগ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাহাত বলেন, "বিপিএলের আমন্ত্রণের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। গত রাতে অন্য একটি মঞ্চে গান গাওয়ার সময় মনে হয়েছে, যেন নিজ দেশে গান গাইছি।"
তিনি বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার ভক্ত এবং বাংলাদেশের তরুণ শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। রাহাত ফতেহ আলী খান জানান, সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রাহাতকে একজন গুণী শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শুধু পাকিস্তানের নয়, সমগ্র উপমহাদেশ এবং বিশ্ব সংগীত জগতের সম্পদ। তাঁর সংগীতের মাধুর্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়।
রাহাত ফতেহ আলী খান বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে কাজ করার এবং সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উঠবেন এবং বাংলাদেশের দর্শকদের জন্য তাঁর সুরের জাদু ছড়াবেন।
মেহেদী কাউসার