ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ঘণ্টায় ১১ দুর্ঘটনা নিহত ১, আহত ১২

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ঘণ্টায় ১১ দুর্ঘটনা নিহত ১, আহত ১২

.

মধ্যরাত থেকেই দেশের বেশিরভাগ জেলাতে নেমে আসে কুয়াশা। ধূসর চাদরে ঢেকে যায় প্রায় সর্বত্র। ক্ষীণ হয়ে আসে দৃষ্টিসীমা। কুয়াশায় ঢাকা সড়কে বিপত্তিতে পড়েন চলাচল করা গাড়ির চালকরা। কন কন শীতের পাশাপাশি কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় এমন ঘটনায় সড়কে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে মুন্সীগঞ্জের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ঘণ্টার ব্যবধানে ১১টি দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য দুর্ঘটনার মধ্যে টাঙ্গাইলে বাবা-ছেলে, গাইবান্ধায় নারীসহ দুজন, জামালপুরে প্রবীণ সাংবাদিক, পটুয়াখালীতে কৃষি কর্মকর্তা, চট্টগ্রাম ও শেরপুরে দুই মোটরসাইকেল আরোহী, হবিগঞ্জে পথচারী ও নোয়াখালীতে শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চালতিপাড়া, নিমতলা, হাঁসাড়া ও ষোলঘরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে প্রায় ১ ঘণ্টার ব্যবধানে মাওয়ামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের মোট ১১টি গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ (৪০)। তিনি ফরিদপুরের চরদোয়ার গ্রামের নুরু মুন্সীর ছেলে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার জানান, ফরহাদকে হাসপাতালে আনার আগেই মারা যান।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে হাইওয়ের মাওয়ামুখী লেনের চালতিপাড়া ১০০ গজের মধ্যে দুটি, নিমতলায় একটি ও হাঁসাড়া এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকার, কাভার্ডভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। অপরদিকে ষোলঘরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপরে উঠে  থাকতে দেখা যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ষোলঘরের কেয়টখালীতে মাওয়ামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সার্ভিস লেনে রেলিংয়ের ওপর উঠে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে ঘন কুয়াশায় মাওয়ামুখী সড়কের ৫টি স্থানে দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান, ট্রাকসহ প্রায় ১১টি গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা লাগে। কেয়টখালীর বাস দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদের জিলানী জানান, লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছে। বিভিন্ন গাড়ি চালকসহ ৫-৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। রেকার দিয়ে গাড়িগুলো সরানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মধুপুর, টাঙ্গাইল ॥ বাড়ি ফেরার সময় পথে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ ব্যবসায়ী মজিবর রহমান ও তার ছেলে জাহিদ হাসান কাজ শেষে দুজনে আশ্রা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের পশ্চিম পাশে পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেনÑ আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান এবং তার ছেলে জাহিদ হাসান (৩২)। এ ব্যাপারে মধুপুর থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ॥ উপজেলায় পৃথক স্থানে দুটি দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রবিবার সকাল সাতটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাস্তা পারাপারের সময় দিনাজপুরমুখী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে লুকাস মুরমু (৩০) নামে আদিবাসী এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। নিহত লুকাস মুরমু গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমুর ছেলে।
একই দিন ভোরে শহরের বনফুল হোটেলের পাশে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় অজ্ঞাত (৪০) এক নারী ঘটনাস্থলেই নিহত হন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপারের সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারের দাবির প্রেক্ষিতে লুকাস মূরমুর মরদেহ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অপর দুর্ঘটনায় নারীর মাথা পিষ্ট হওয়ায় তার কোনো পরিচায় উদ্ধার করা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর ॥ দুই ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গী (৭৫) নামে এক প্রবীণ সাংবাদিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে জামালপুর পৌর শহরের বানিয়াবাজার এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হক জঙ্গী জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
বাউফল, পটুয়াখালী ॥ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে বাউফল সদর ইউনিয়নের ভুবন সাহার কাছারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। বাউফল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ফটিকছড়ি, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম-নাজিরহাট-ফটিকছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মানিকছড়ির বড় ডলু এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ইয়াছিননগর দৌন আলী চৌধুরী বাড়ির নোয়া মিয়া লেদুর পুত্র। ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
ঝিনাইগাতী, শেরপুর ॥ ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মজনু মিয়া নামে আরেকজন আহত হয়েছেন। রবিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহীর বাড়ি জামালপুর সদরে।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় মাটিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আশা একটি ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামাল মিয়া ও মজনু মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ ॥ জেলার শায়েস্তাগঞ্জের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় আজগর আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি মেহেরপুর হবিগঞ্জ সদর উপজেলার কাঠালপুতা গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসব তথ্য দেয়। শনিবার দিবাগত রাতে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।
সেনবাগ, নোয়াখালী ॥ উপজেলায় ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় মো. মেহেরাজ হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই মেহেদী হাসান (৮) আহত হয়েছে। নিহত মেহেরাজ উপজেলার ৪নং কাদরা ইউপির ৮নং ওয়ার্ডের চাঁদপুর ফজল ব্যাপারী বাড়ির দুবাই প্রবাসী মো. মাহমুদুল হাসান সবুজের ছেলে। এ ঘটনায় থানা পুলিশ ট্রাক্টরচালক দাগনভূঁইয়ার উপজেলার আবদুল নবী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাব্বির হোসেন জনি (২৪) ও ভেকু চালককে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানা পুলিশ জানায়, অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

×