ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল হলে আপত্তি সবার!

প্রকাশিত: ২৩:২৮, ২২ ডিসেম্বর ২০২৪

সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল হলে আপত্তি সবার!

ছবি: ইন্টারনেট

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল গঠনের কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী দুই মাসের মধ্যেই ঘোষণা হতে পারে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার নতুন রাজনৈতিক দল। ইতোমধ্যে থানা পর্যায়ে কাজ শুরু হয়েছে।

নতুন যেকোনো রাজনৈতিক দলকে স্বাগত জানাতে চান রাজনৈতিক নেতারা। তবে সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল হলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করছেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

বেসরকারি টিভি চ্যালেনের এক সাক্ষাৎকারে রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক দল গঠন হয়েছে। সরকারের থেকেও দল গঠন করা হয়েছে। এরশাদের সময় করা হয়েছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবে নতুন দল বানালে আমরা তাদের স্বাগত জানাবো। তবে সরকারের থেকে যদি কোনো সুযোগ-সুবিধা বা সহযোগিতা নিয়ে দল গঠন করলে সেই ব্যাপারে আমি না শুধু সবাই আপত্তি করবে। তবে তারা যদি নিজেরা দল গঠন করে তাহলে কোনো অসুবিধা নেই।

তিনি আরো বলেন, নতুন দলে যাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত, এখন আওয়ামী লীগ করতে পারছে না তারা যেতে পারে নতুন দলে।

নাহিদা

×